সুমাইয়া আবিদার দুইটি কবিতা


শাহারুল ইসলাম সুজন প্রকাশের সময় : মার্চ ২৭, ২০২৪, ১১:৫০ পূর্বাহ্ণ / Print This Post Print This Post
সুমাইয়া আবিদার দুইটি কবিতা

তুমি ফিরবে

কোথায় জানি শুনেছিলাম
যাকে ভালোবাস তাকে মুক্ত করো
আমি তোমার হয়েই থাকলাম
আর ইচ্ছে ডানায় মুক্তি দিলাম।

আমি জানি তুমি ফিরবে
সূর্যাস্ত গড়িয়ে গোধূলির দিগন্তে এসে
কোন এক অচেনা পথে
হাঁটতে হাঁটতে পথ ভুলে গেলে।

আমি জানতাম তুমি খুঁজবে
সব হারিয়ে নিস্ব হাহাকার বুকে
কোন সায়রের উত্তপ্ত ঢেউয়ের বুকে
মধ্যাহ্নের খা-খা রৌদের তাপে।

জানি আমার অভাব বুঝবে
কোন অন্ধকারে পাশের ছায়া হারালে
হোটচ খেয়ে শিমুল বৃক্ষের আঘাতে
হঠাৎ বুকের বামে অসুখ বাড়লে
কিংবা রঙ্গিন চোখে ধোঁকা খেয়ে!

আমিতো জানি ঠিক কতটা ভালোবাসতাম
আমি জানি তুমি ফিরবে
জনো কোলাহল শূন্য হলে
হাত বাড়িয়ে সুখ হারালে
কোন নির্জনতার এক অন্তরালে।

তবে এতো তাড়াতাড়ি ফিরবে জানতাম না
হয়তো আমাকে অনেক খুঁজেছ
তবে ঠিক আগের আমিটাকেই কি পেয়েছ?
অবশেষে আমাকেই হারিয়েছ
এ যে তোমার প্রাপ্য প্রিয়তম।

প্রেমাষ্পদ

তুমি আবেগ জমা রুপালী
যেন নীল গগনের জোছনা-
হাজার তাঁরার পূর্নিমা শশী
এক মায়া ভরা ময়না।
কুয়াশা ভোরের শিশির তুমি
গায়ে জরানো উষ্ণ চাদর-
চৈত্র দুপুরের ঝিলিক বালি
কোমল ছোঁয়ার আদর।

এলোকেশী অবুঝ পুষ্প ঘ্রাণ
ঝিনুকের লুকানো মুক্ত-
নয়নে নয়ন দেহে রয়না প্রাণ
তোমাতে আমি গুপ্ত।
সাগরের উত্তপ্ত ঢেউয়ের দোলন
যেন মন ভাঙে বারবার-
পরবে কী বকুল মালা
যদি হয় শুখনো ধূলিকণার।

তুমি রংধনুর দীপ্তিমাখা তীরে
বাজাও বিষে ভরা মধুর হাসি-
পাখি পোষ মানেনা নীড়ে আমি
প্রেমাষ্পদে দিলাম ফাঁসি।
তোমায় পেলে পাড়ি দিতাম
সর্গপুরীর দেশে-
মোদের প্রেম সার্থক নিলাম
ছদ্মপ্রেমীর বেশে।

SK24/SMK/DESK


আর্কাইভ