কাউখালীতে কৃষকদের ভুট্টো চাষের উপর অবহিত করন সভা অনুষ্ঠিত


কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি প্রকাশের সময় : এপ্রিল ৩, ২০২৪, ৯:৫৮ অপরাহ্ণ / Print This Post Print This Post
কাউখালীতে কৃষকদের ভুট্টো চাষের উপর অবহিত করন সভা অনুষ্ঠিত

পিরোজপুরের কাউখালীতে পার্টনার ফিল্ড স্কুল ও কৃষক সেবা কেন্দ্রে কৃষকদের কৃষি সংক্রান্ত অবহিত করন সভা অনুষ্ঠিত হয়। কাউখালী উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ৩ এপ্রিল বুধবার বিকালে উপজেলার চিরাপাড়া পারসাতুরিয়া ইউনিয়নের ১১ নং নিলতী ব্লকে কৃষকদের ভুট্টো চাষের উপর পরামর্শ প্রদান করা হয় ।

কৃষি সেবা কেন্দ্রে ১৫ জন কৃষক ও ১০ জন কৃষাণি উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পরামর্শ প্রদান করেন,পার্টনার প্রকল্পের মনিটরিং অফিসার ফাহিমা হক। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, উপজেলা কৃষি কর্মকর্তা সোমা রানি দাস।

অনুষ্ঠানের সঞ্চালনের দায়িত্ব পালন করেন, উপসহকারী কৃষি কর্মকর্তা মাইনুল হুদা।

এ সময় উপস্থিত ছিলেন, উপসহকারী কৃষি কর্মকর্তা কিশোর অধিকারী। অনুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন উপজেলা কৃষি কর্মকর্তা ও উপসহকারী কৃষি কর্মকর্তাগণ সার্বক্ষণিক কৃষকদের পাশে থেকে তাদের কৃষি সংক্রান্ত পরামর্শ দিয়ে থাকেন। উপজেলা কৃষি কর্মকর্তা সোমা রানী দাস বলেন, ১ ইঞ্চি জমিও অনাবাদি থাকবে না। বিভিন্ন মৌসুমে বিভিন্ন ধরনের ফসল মাঠে ফলাতে হবে। আমরা কৃষি অফিস থেকে বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা দিয়ে থাকি।


আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০