ডুমুরিয়ায় যন্ত্রের সাহায্যে বোরো ধান রোপনের শুভ উদ্বোধন


জ্যেষ্ঠ প্রতিবেদক প্রকাশের সময় : জানুয়ারি ১৬, ২০২৪, ৯:৩০ অপরাহ্ণ / Print This Post Print This Post
ডুমুরিয়ায় যন্ত্রের সাহায্যে বোরো ধান রোপনের শুভ উদ্বোধন

 

খুলনার ডুমুরিয়ায় চলতি অর্থ বছরে রবি মৌসুমে ব্লক প্রদর্শনী স্থাপনের মাধ্যমে সমতলে চাষাবাদ এর নিমিত্তে যন্ত্রের সাহায্যে বোরো ধান রোপনের শুভ উদ্বোধন করা হয়েছে।

আজ মঙ্গলবার সকালে উপজেলা কৃষি সম্প্রসারণ দপ্তরের আয়োজনে উপজেলার কালিকাপুর ও দত্তডাঙ্গা গ্রামের ৫০ একর জমিতে বোরো ধান রোপন কার্যক্রমের মাধ্যমে এ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এ লক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ নুরুল আলম। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যদেন খুলনা জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ মোহন কুমার ঘোষ। বিশেষ অতিথি’র বক্তব্যদেন খামারবাড়ি খুলনার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ কাজী জাহাঙ্গীর আলম, খুলনা জেলা অতিরিক্ত পুলিশ সুপার (বি সার্কেল) মোঃ আসিফ ইকবাল।

আরো বক্তব্য দেন খামারবাড়ি খুলনার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক (শস্য) সুবীর কুমার বিশ্বাস, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ ইনসাদ ইবনে আমীন, কৃষি প্রকৌশলী দীপঙ্কর বালা, পিআইও মোঃ আশরাফ হোসেন প্রমুখ। সভা সঞ্চালনা করেন কৃষি সম্প্রসারণ অফিসার মোঃ ওয়ালিদ হোসেন।


আর্কাইভ