তিন বন্ধুর হেলিকপ্টার রেস্টুরেন্ট ঘুরবে দেশের বিভিন্ন জেলা


সুনান বিন মাহাবুব, পটুয়াখালী প্রকাশের সময় : ডিসেম্বর ১৮, ২০২৩, ১০:০৯ অপরাহ্ণ / Print This Post Print This Post
তিন বন্ধুর হেলিকপ্টার রেস্টুরেন্ট ঘুরবে দেশের বিভিন্ন জেলা

 

 

পটুয়াখালী সদর উপজেলার ছোট বিঘাই ইউনিয়নের কাজীর হাট বাজারে ওয়ার্কশপ মিস্ত্রি মেহেদী ও তার দুই বন্ধু আরিফ ও আল-আমিন মিলে নিজ মেধা ও উদ্যোগে তৈরি করেছেন একটি হেলিকপ্টার রেস্টুরেন্ট। শনিবার সন্ধার পর পটুয়াখালীর ঝাউতলায় হেলিকপ্টারটি ভ্রাম্যমাণ রেস্টুরেন্ট হিসেবে চালু করেছেন তারা। হেলিকপ্টারের আদলে রেস্টুরেন্ট তৈরি করায় এবং পাখা ঘুরানোর ফলে দর্শনার্থীদের কাছে আলোচনার কেন্দ্রবিন্দু হয়েছে এটি।

জানা গেছে, ছোট বেলা থেকে দারিদ্রের অভাবে লেখা পড়া করতে পরেনি মেহেদী। একটি ওয়ার্কশপে কাজ করতেন এবং সেখান থেকে কাজ শিখেছে মেহেদী। এছাড়াও আল-আমিন নামে তার এক বন্ধু ঢাকার একটি রেস্টুরেন্টে শেফ হিসেবে কাজ শিখেছেন। কাজ শেখার পর ভিন্ন কিছু করার চেষ্টা ও বন্ধুদের সহযোগীতায় তিন বন্ধু মিলে বানিয়ে ফেললেন হেলিকপ্টারটি। শুরুর দিকে তাদের এই কার্যক্রম নিয়ে স্থানীয়রা হাস্যরস করলেও পরে পেয়েছে বাহবা। হেলিকপ্টার রেস্টুরেন্ট উদ্ভোধনের খবর চারিদিকে ছড়িয়ে পরলে দূর-দুরন্ত থেকে শত শত মানুষ পটুয়াখালীর ঝাউতলায় ছুটে এসেছেন এক নজর দেখার জন্য।

উদ্যোক্তা মেহেদী হাসান বলেন, হেলিকপ্টার তৈরিতে প্রায় সাত মাস সময় লেগেছে। এটি তৈরিতে প্রায় ২০ লাখ টাকা ব্যয় হয়েছে। হেলিকপ্টার রেস্টুরেন্ট নিয়ে ৬৪ জেলায় ঘুরতে চাই আমরা তিন বন্ধু। হেলিকপ্টারের আদলে এটি তৈরি করা হয়েছে বিধায় এর নামকরন করা হয়েছে হেলিকপ্টার রেস্টুরেন্ট।

অধিকাংশ দর্শনার্থী তিন বন্ধুর এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তারা বলেন, তিন বন্ধু কঠোর পরিশ্রমের মাধ্যমে এমন একটি রেস্টুরেন্ট তৈরি করেছে যা সকল মহলে প্রশংসিত হয়েছে।

শনিবার সন্ধার পর পটুয়াখালী পৌর মেয়র মহিউদ্দিন আহমেদ এবং জেলা পরিষদ চেয়ারম্যান হাফিজুর রহমান উক্ত হেলিকপ্টার রেস্টুরেন্ট’টি কেক কেটে উদ্ভোধন করেন। গ্রাহকদের চাহিদা অনুযায়ী সড়ক পথে বিভিন্ন জেলায় নিয়ে যাওয়া হবে এই হেলিকপ্টার রেস্টুরেন্ট।


আর্কাইভ